নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিলংতীরের এজেন্ট জুয়ারী আটক করেছে লক্ষীছড়ি উপজেলা প্রশাসন। রোববার রাতে উপজেলার মগাইছড়ি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম মোবাইল সেট ও জুয়া খেলায় ব্যবহৃত সাড়ে ৭ হাজার টাকা সহ হাতেনাতে শিলংতীরের একজন এজেন্টকে আটক করা হয়েছে।
আটককৃত হানিফ মিয়া দীর্ঘদিন ধরে শিলংতীর জুয়া খেলা পরিচালনাকরে আসছে। প্রায় তিন মাস যাবৎ এই জুয়ার আসর বসিয়েছিল হানিফ মিয়া। এতে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানায় এলাকাবাসী।
আটককৃত ব্যক্তির দোষ স্বীকারের ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং সকল ধরনের মাদক,জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এইঅভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহ কর্মকর্তা মো: ইয়াছিন জানান, সকল ধরনের জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহতথাকবে।