শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী ও ভাড়া  নিয়ে চলছে সিএনজি

নিজস্ব প্রতিনিধিঃ খাগড়াছড়িতে সরকার ঘোষিত লকডাউনে দেওয়া বিধি-নিষেধ না মেনে চলাচল করছে যনবাহন। সরকারী নির্দেশ মোতাবেক ভাড়া ৬০% বৃদ্ধি করে এবং যাত্রী ধারনক্ষমতার অর্ধেক নেও্য়ার কথা থাকলেও তা মানছে না কেউ।ভাড়া বেশি নিলেও যাত্রী কম নিচ্ছে না বলে অভিযোগ অধিকাংশ যাত্রীদের।

স্বাস্থ্যবিধি না মেনে  সিএনজি-তে ৩ জন নেওয়ার কথা থাকলেও তারা ৫ জন করে যাত্রী নিচ্ছে অতিরিক্ত ভাড়ার লোভে। এ সকল সিএনজি চালক সাড়া জেলা দাপিয়ে বেড়ালেও তাদের নানা অনিয়ম দেখার কেউ নেই। ভুক্তভোগি হচ্ছে যাত্রীরা স্বাস্থ্য ঝুঁকি নিয়েও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

এ ব্যাপারে, গুইমারা সিএনজি সমিতির সভাপতি মোঃ ফোরকান হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে মুঠোফোনে না পেলে সাধারন সম্পাদকের সাথে কথা বললে তিনি জানান, সরকারী নির্দেশনা অনুযায়ি সিএনজি তে ৩ জন নেওয়ার ব্যাপারে আমরা সকল চালক কে অবগত করেছি এর পরেও কেউ তা অমান্য করলে তার দায়ভার সিএনজি সংগঠন নিবে না।

এসকল অনিয়মের ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।তাছারা জনসাধারন স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে তারা ধারনা করছেন।  

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!