ডেক্স রিপোর্ট:: করোনাভাইরাসের কারণে গত ৫ এপ্রিল স্থগিত হয়ে যায় মেয়েদের প্রিমিয়ার লিগ। ক্যাম্পে থাকা ফুটবলারদের ছুটি দিয়ে দেয় ক্লাবগুলো। জাতীয় দলের সব খেলোয়াড় ওঠেন বাফুফে ভবনে অবস্থিত মেয়েদের আবাসিক ক্যাম্পে। সেখানেই রুটিনমাফিক গত ১২ এপ্রিল সবার করোনা পরীক্ষা করানো হয়।
যার রিপোর্টে দেখা যায় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের পাঁচজন খেলোয়াড় কভিড পজিটিভ হয়েছেন। তারা সবাই বসুন্ধরা কিংসের। আক্রান্তরা হলেন- কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, রিতুপূর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন ও আনাই মোগনি। তবে তাদের মধ্যে বড় ধরনের কোনো উপসর্গ নেই। আপাতত আইসোলেশনে আছেন আক্রান্ত পাঁচ ফুটবলার।
এ প্রসঙ্গে বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মেয়েদের বাফুফে ক্যাম্পে আনার পরই আমরা সবার করোনা টেস্ট করিয়েছি। তখন দেখা যায় এই পাঁচ ফুটবলার করোনা পজিটিভ হয়েছেন। তবে তারা সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন। আমরা সবাই তাদের দেখভাল করছি। যেহেতু তেমন কোনো উপসর্গ নেই, তাই দ্রুত তাদের আবারও পরীক্ষা করানো হবে।’
সূত্র: সমকাল অনলাইন