নিজস্ব প্রতিবেদক:: পবিত্র রমজান উপলক্ষ্যে খাগড়াছড়িতে টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম চলছে। শনিবার দুপুরে জেলা শহরের নারিকেল সড়কে এ কার্যক্রম চলে।
এতে ন্যয্যমূল্যে বিক্রি করা হচ্ছে চিনি, তেল, পেঁয়াজ, ছোলা ও খেজুর। কম দামে এসব পন্য কিনতে ভিড় করেছে নিম্ম আয়ের মানুষ। তবে মানা হচ্ছে না স্বাস্থ্য সচেতনতা। ফলে উপেক্ষিত স্বাস্থ্য বিধি। মানছেনা সামাজিক দূরত্বও।
এছাড়া ন্যায্যমূল্যে বিভিন্ন ভোগ্যপণ্য পেয়ে খুশি নিম্ম আয়ের মানুষ। টিসিবি’র পেঁয়াজের মান নিয়ে অসন্তুষ্ট তারা। ক্রয়কৃত পেঁয়াজের বেশির ভাগই খাবার অনুপযোগী। এদিকে, এ কার্যক্রম জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় চলবে বলে জানান কর্তৃপক্ষ।