নুরুল আলমঃ চট্টগ্রামের অহংকার কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরী আর নেই । করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় তিনি চলে গেলেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) । গতকাল শুক্রবার রাত ১২ টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । তাঁর বয়স হয়েছিল ৭০ বছর । কবরীর ছেলে শাকের চিশতী খবরটি নিশ্চিত করেন । বাংলার অন্যতম সেরা এই অভিনেত্রী, ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলেন পেছনে , পরিচালকের আসনে । খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী । ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন , তিনি করোনা পজিটিভ । ওই রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা । অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায় । বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় । কিন্তু শেষরক্ষা হলো না । ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী । তাঁর আসল নাম ছিল মিনা পাল । বাবা শ্রীকৃষ্ণদাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল । ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন তিনি । তারপর টেলিভিশন ও সবশেষে সিনেমায় । কবরী বিয়ে করেন চিত্ত চৌধুরীকে । সম্পর্ক বিচ্ছেদের পর ১৯৭৮ সালে ইসলাম ধর্ম গ্রহন করে ইসলামি শরীয়ত মোতাবেক তিনি বিয়ে করেন সফিউদ্দীন সরোয়ারকে। ২০০৮ সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় । কবরী পাঁচ সন্তানের মা । Post navigation বৈসাবী,বাংলাবর্ষ ও রমজানের শুভেচ্ছা ইউপিডিএফ গণতান্ত্রিকেরটিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকসেল: মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি