নিজস্ব পতিবেদক:গুইমারা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে মিলিত হয়েছে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান।সঙ্গে ছিলেন,গুইমারা থানার ওসি(তদন্ত)মো: শফিকুল ইসলাম,এস আই আল আমিন।
বুধবার(৩১মার্চ)সকাল ১১টায় গুইমারা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে উপস্থিত ছিলেন,গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম,সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম,অর্থ সম্পাদক শাহ আলম,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুর রহিম,ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাচিং মারমা,সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিব,নির্বাহী সদস্য জনি ভট্রাচার্য,সদস্য মো.মহি উদ্দিন প্রমুখ।
চা চক্রে আলাপচারিতায় মাদকদ্রব্য,মেলার নামে জুয়া,অশ্লীল নৃত্য প্রদর্শন,শীলং তীরসহ যাবতীয় অনৈতিক কর্মকান্ড ও সমসাময়িক ঘটনাবলী তুলে ধরে চাঁদাবাজীসহ যাবতীয় অনৈতিক কর্মকান্ড,অনিয়মের বিরুদ্ধে গুইমারা প্রেস ক্লাবের অবস্থান ব্যক্ত করা হয়।সাংবাদিকতার মতো মহৎ পেশাকে যারা ব্যবহার করে চাঁদাবাজীসহ অনৈতিক কর্মকমান্ড করে তাদের বিষয়ে গুইমারা থানার পুলিশকে সজাগ থাকাসহ সকল অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে।
গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো.মিজানুর রহমান এবং ওসি (তদন্ত)মো.শফিকুল ইসলাম বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকের পেশাগত লক্ষ্য এক ও অভিন্ন। পুলিশ-সাংবাদিক পারস্পরিক পেশাগত সম্পর্ক বজায় রাখার মাধ্যমে উভয়েই জনগণের স্বার্থে দেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যাবতীয় অনৈতিক কর্মকান্ড কমে যাবে।