নিজস্ব প্রতিবেদক : গুইমারার চাইন্দামনি মেলায় জুয়ার আসর , প্রতিরোধের কোন উদ্দ্যেগ নেই । খাগড়াছডড়ি জেলার গুইমারার চাইন্দামনি মেলায় প্রকাশ্যে জুয়া চলছে। বর্তমানে রাম্প্রু মারমা (বাইট্টা) ও উহলাপ্রæ মেম্বারের নেত্রিত্বে এবং মেলা কমিটির যোগ সাজেশে ,পুলিশের ছত্র-ছায়ায় ৮টি জুয়ার বোর্ডে খেলা চলছে ।চাইন্দামনি মেলায় প্রকাশ্যে গত ২৬ মার্চ রাত থেকে আজও (২৭ মার্চ শনিবার) মেলার পাশে তেতুল গাছের তলায় জুয়া চলছে । সমাজের কিছু দুষ্টচক্রের মদদে তেতুল তলার ঝোর ঝাড়ে এই জুয়া চলছে।জুয়া খেলা চলার বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান কে জানানো হলে তিনি উক্ত মেলায় মোতায়নরত পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। উল্লেখিত প্রকাশ্যে জুয়া খেলার বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ কে অবগত করা হয়েছে। Post navigation গুইমারায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয় ক্ষতিগুইমারাতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আলোচনাসভা