নিজস্ব প্রতিবেদক: খাগড়াছাড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং সূবর্ণজয়ন্তী ২০২১ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গুইমারা হাই স্কুল মাঠে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা,ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তুশার আহমেদ অভিবাদন মঞ্চে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন,এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উশেপ্রæ মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান মিজ ঝর্ণা ত্রিপুরা , গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাচাথোয়াই মগ, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবেদীন,বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তুশার আহমেদ কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন, ও কুচকাওয়াজ এ সালাম গ্রহণ করে,এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।
কুচকাওয়াজ শেষে গুইমারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও অতিথিবৃন্দ,মুক্তিযুদ্ধের বক্তব্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে প্রমীলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়,এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুইমারা উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা পরিষদ, গুইমারা প্রেস ক্লাব, গুইমারা থানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শহীদদের স্মরনে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।