নিজস্ব প্রতিবেদক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামের গড়াবে লাখ টাকার ফুটবল। টুর্ণামেন্টটির নাম বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট-২০২১।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র অর্থায়নে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে দেয়া হবে এক লাখ টাকা। এছাড়াও রানার আপ দল ৫০ হাজার টাকা এবং অংশ গ্রহণকারী প্রতিটি দল পাবে ১০ হাজার টাকা করে।
সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাবে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান, টুর্ণামেন্ট উদযাপন কমিটির আহবায়ক খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।
টুর্ণামেন্টর বিভিন্ন দিক এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর উপর বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই খেলায় খাগড়াছড়ি জেলার ১৫টি ক্লাব এবং একটি উপজেলা ক্রীড়া সংস্থার মোট ১৬টি দল অংশ নিবে। আগামী কাল ১৭ মার্চ টুর্ণামেন্টটির শুভ উদ্বোধন করবেন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি (প্রতিমন্ত্রী মর্যাদা)।