শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

পাহাড়ে সম্প্রীতির সেতুবন্ধনে গড়ে উঠবে ‘সোনার বাংলা’

নিজস্ব প্রতিবেদক:: ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আয়োজনে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে হাতিয়াপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার পাহাড়ী সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। শুরুতেই বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাটিরাঙ্গার বিভিন্ন শ্রেনি-পেশার ৫শ জন প্রতিযোগীর অংশগ্রহনে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় সড়কের দু’পাশে হাজার হাজার মানুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান। পরে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতায় সেরা দশ জনের হাতে পুরস্কার তুলে দেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: খোরশেদুল আলম, মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী, পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা ও গ্যনমান্যরা এতে অংশ নেয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যে কোন প্রতিযোগিতা মানুষের মনকে প্রফুল্ল ও উজ্জীবিত রাখে। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা’ গড়তে সকল সম্প্রদায়ের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করতে হবে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতার মাধ্যমে সে সেতুবন্ধন সুদুঢ় হবে মন্তব্য করেন।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করেছে উল্লেখ করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ম্যারাথন দৌড়ের মাধ্যমে পার্বত্যাঞ্চালে পাহাড়ি-বাঙ্গালির মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টিতে বিশেষ ভুমিকা রাখবে।

পরে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় মাটিরাঙ্গার ১২০জন হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!