নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন বুদংপাড়ায় মালবাহী ট্রাক্টর উল্টে চালক অংপ্রু মারমা (২৫) এর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে মালামাল নিয়ে যাওয়ার পথে তারাচান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাক্টর চালক অংপ্রুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি জব্দ করে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
জানা যায়, ট্রাক্টরটি মালামাল পরিবহণ কালে উঁচু পাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক অংপ্রু মারমার মৃত্যু হয়।