নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে পুলিশের বাঁধা, ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ঢাকায় ছাত্রদলের শান্তিপূর্ন মিছিলে পুলিশের নগ্ন হামলার নিন্দা ও সাংবাদিক মুশতাক আহমেদের হত্যার বিচার দাবি এবং মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও কারাগারের ভিতরে লেখক সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে পুলিশি বাধার মুখেও বিক্ষোভ মিছিল করে খাগড়াছড়ি জেলা ছাত্রদল।
ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশের নগ্ন হামলার, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি সোমবার বেলা ১১টার দিকে মিল্লাত চত্বর থেকে ছাত্রদলের মিছিলটি বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখান থেকে আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন খাগড়াছড়ি ছাত্রদলের জেলা সভাপতি শাহেদ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুলণ আলম, এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, বাচ্চু আহাম্মেদ, যুগ্ন সম্পাদক আবুল কাশেম রাসেল, আনিসুল আলম আনিক সহ জেলার অন্যান্য উপজেলার ছাত্রদলের নেতৃবিন্দু প্রমুখ উপস্থিত ছিলেন।