নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভা করে।
রবিবার সকাল ১০টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আ.লীগরে সাধারণ সম্পাদক মেমং মারমা।
গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মংসথোয়াই মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, গুইমারা কলেজের অধ্যাপক নাজিম উদ্দিন, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদিনসহ বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তারা অংশ নেয়।