শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

মাটিরাঙ্গা নৌকার বিজয়

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শামছুল হক ‘নৌকা’ প্রতীকে ৫,৭২৪ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম “মোবাইল” প্রতীক নিয়ে ৩,৭৮০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

এছাড়া বিএনপি’র শাহজালাল কাজল ‘ধানের শীষ’ প্রতীকে ৩,৬৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার পর থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোট কেন্দ্রেগুলো ছিল ভোটারদের মাঝে উৎসব মুখর আনন্দঘন পরিবেশ।

তবে ২টি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন প্রীতিকর ঘটনা ঘটেনি। মাটিরাঙ্গা পৌর সভায় গোপন ব্যালট এর মাধম্যে ভোট প্রদানকালে ধলিয়া কেন্দ্রে মোশারফ নামে এক যুবক জাল ভোট প্রদান করতে চাইলেও প্রশাসনের হাতে ধরা পরে। পরে তাকে আটক করে নির্বাচনের পর সন্ধ্যায় ছেড়ে দেয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খাগড়াছড়ি নিবার্চন অফিসার ও রির্টানিং কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, রোববার সকাল থেকে ভোটাররা নিরাপদে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছে। কোন কেন্দ্র অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

এবার মাটিরাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!