নুরুল আলম:: গুইমারা উপজেলার বিজিবি সেক্টরের সংলগ্ন চট্টগ্রাম খাগড়াছড়ি রাস্তার পাশ্বে ভিআইপি টেইলার্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ফেব্রুয়ারী রবিবার বাদ মাগরীব মানিকছড়ি উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রধান অথিতি হিসিবে উপস্থিত থেকে ভিআইপি টেউলার্সের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, যুবলীগের সভাপতি বিপ্লব শীল, মানিকছড়ি উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ জামাল হোসেন, গুইমারা ছাত্রলীগের সভাপতি, গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মেদ, আনন্দ সোম, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল ছালাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ভিআইপি টেইলার্সের মালিক হাফেজ মুহাম্মদ ওমর ফারুক জানান ভিআইপি টেইলার্স, দেশী বিদেশী উন্নত মানের কাপড় দিয়ে দক্ষ টেইলার্স দ্বারা পেন্ট, সাফারী, ফতুয়া, পাঞ্জাবী, কোট ইত্যাদি সেলাইয়ের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান, এখান থেকে সূলভ মূল্যে চাদিহা অনুযায়ী তৈরী ও ক্রয় করতে পারবে এতে ক্রেতাগণ ঠকবেনা।