শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

উৎসব মুখোর পরিবেশে কেইউজে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে/ রেজি. নং চট্ট- ২৮০৪) এর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচন। সংগঠনটির আদালত সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করে।

এতে কার্যনির্বাহী কমিটির ৫টি পদে ভোটে সভাপতি প্রদীপ চৌধুরী,সহ-সভাপতি মো: দুলাল হোসেন, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, যুগ্ন-সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য রানা ও অর্থ-সম্পাদক নুরুচ্ছাফা মানিক নির্বাচিত হয়।

নুরুল আজমের সভাপতিত্বে এর আগে প্রথম অধিবেশনে কমিটি বিলুপ্ত করে নির্বাচনের ঘোষনা দেন।
এছাড়াও সাধারণ সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে সদ্য সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য ও আয়-ব্যায় হিসাব দাখিল করে সাবেক অর্থ সম্পাদক দুলাল হোসেন।

দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। পরে নতুন ও পুরাতন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান কেইউজে সদস্যরা।

এতে কেউইজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সদস্যদের ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে শামিল থাকার আহবান জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্যের পক্ষে কাজ করতে আহবান জানান।

তিনি কেইউজে’র জন্মলগ্ন থেকে সহযোগিতা করার জন্য স্থানীয় সংসদ সদস্য, পার্বত্য জেলা পরিষদসহ সামরিক-বেসামরিক প্রশাসনের প্রতি প্রাতিষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে কেইউজে সদস্য সাংবাদিক, নুরুল আজম, প্রদীপ চৌধুরী,সৈকত দেওয়ান,কানন আচার্য,মংসাপ্রু মারমা,দুলাল হোসেন রিপন সরকার, রফিকুল ইসলাম,লিটন ভট্টাচার্য রানা,আল-মামুন,রুপায়ন তালুকদার,শংকর চৌধুরী,নুরুচ্ছাফা মানিক,বিপ্লব তালুকদার উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!