মানব কল্যাণ ও সমাজ সেবার স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: সমাজ সেবায় বিশেষ অবদান ও মানব কল্যাণে স্বীকৃতি সরূপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ লাভ করেছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ও এসএস ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী শাহনাজ সুলতানা।
সম্প্রতি ঢাকাস্থ সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ তাকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পুরস্কার প্রদান করে। এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী। এছাড়াও প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদসহ দেশের গুণী ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
শাহনাজ সুলতানা জানান, মানুষের ভালবাসায় সিক্ত আমি। সমাজের মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যেতে চাই। তারাই স্বীকৃতি পেলাম। এতে আমি নিজের ভালো কাজের স্বীকৃতি পেলাম। আমি খুশি। তিনি সব সময় মানুষের পাঁশেই থাকতে চান বলে এ সময় জানান। তিনি আরো জানান, ২০১৫ সাল থেকে থেকে মানব কল্যাণে কাজ শুরু করেন।
শুরুটা কিশোরীদের মাঝে হাতের তৈরি স্যানিটারী প্যাড বিতরণের মাধ্যমে। প্রতিটি হাইস্কুলে স্যানিটারী প্যাড কর্নার কার্যক্রম শুরু করে পরে তা প্রসারে অসহায় বৃদ্ধ,মহিলা,শিশুদের মাঝে শীতবস্ত্র,শিক্ষা সামগ্রী,ঝড়েপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করার চেষ্টা,দারিদ্র শিক্ষার্থীদের স্বপ্নপুরণ থেকে করোনায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।
তিনি দু’টি জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা সদস্য,সেই সাথে একটি ছেলে এবং একটি মেয়েকে পড়ালেখার দায়িত্ব নিয়ে এবার এইচএসসি-তে ভর্তি করিয়েছেন। ব্যক্তিগত তহবিল থেকে কোভিট-১৯ এ সচেতনতা কার্যক্রম ও দারিদ্র্য জনগোষ্ঠির মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন।
তিনি কোভিট-১৯ এর প্রকোপে নিজের স্বামীকে হারিয়েও দমে যাননি বরং হারানোর আপনজনের অনুপ্রেরনা নিয়ে সামনের দিনে আরো অসংখ্য পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এরই স্বীকৃতি হিসেবে গত ২৩ জানুয়াররি ২০২১ শরিবার জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মাদার তেরেসার এ্যাওয়ার্ড পেয়েছেন বলে তিনি জানান।