নিজস্ব প্রতিবেদক:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। ২৭ জানুয়ারী ২০২১ (বুধবার) গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভার মাধ্যমে একই ভাবে গুইমারার গৃহহীন ১০টি পরিবারকে পাকাঘরে ও জমি প্রদান করা হয়।
এ সভায় গুইমারা উপজেলা নির্বাহি অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা।
এছাড়াও হাফছড়ি ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ও গুইমারা থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ, হেডম্যান, কার্বারী এ সময় উপস্থিত ছিলেন।