নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় গুইমারা বাজারের কাকলি মার্কেটের মেসার্স পার্বত্য এন্টারপ্রাইজে এই এজেন্ট শাখার উদ্বোধন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন কার্যক্রম শুরু হয়। আবুল কালাম আজাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এভিপি ও শাখা প্রধান সাইফুদ্দিন আহাম্মদ।
এতে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা থানার ওসি মো: মিজানুর রহমান। এছাড়া ও ব্যাংকিং কার্যক্রম এবং ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, ইসলামী ব্যাংক খাগড়াছড়ি শাখার সিনিয়র অফিসার সাহাবউদ্দিন আহম্মেদ।
এ সময় বক্তারা বলেন, , ব্যাংকিং সেক্টর শুধুমাত্র সিটি কর্পোরেশন বা বড় কোনো শহরে নয় বরং ব্যাংকিং সুবিধা বাংলাদেশের গ্রামগঞ্জে এবং প্রত্যান্ত অঞ্চলের মানুষ যেন সহজেই ভোগ করতে পারে সেদিকেই ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে।
ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। বহির্বিশ্ব ও বাংলাদেশকে চিনেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ভিশন ২১” এর বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পরিশেষে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মুনাজাত পরিচালনা করেন গুইমারা কেন্দীয় মসজিদের খতিব মাওলানা মো:ওসমান গণি।