নিজস্ব প্রতিবেদক,গুইমারা:: গুইমারা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন বছর বই উৎসবের দিন সংবর্ধনা দেওয়া হয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা কৃর্তি সন্তান মেমং মারমাকে।
শনিবার (২ ডিসেম্বর ২০২১) সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান জেলা পরিষদের সদস্য মেমং মারমা।
এ সময় গুইমারা উপজেলা আওয়ামী লীগ নেতা সুইমং মারমা, কংজরী মারমা, যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীল উপস্থিত ছিলেন ।এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন।
বক্তব্যে প্রধান অতিথি মেমং মারমা বলেন, দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার প্রমান করোনা পরিস্থিতির মধ্যেও নতুন বই উৎসবের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
এ সময় তিনি আরো বলেন, আমাদের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গুইমারা উপজেলার যে উন্নয়নের ধারা রচিত করেছেন তা ধরে রাখতে ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরে পরে মাদ্রাসার পক্ষ থেকে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মেমং মারমা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ক্রেষ্ট তুলেদেন শিক্ষকবৃন্দ।