আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে জমে উঠেছে নৌকার প্রার্থীর প্রচার প্রচারণা। আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের কদমতলী এলাকায় উঠান বৈঠক এর আয়োজন করা হয়।
এতে স্থানীয়রা অংশ নেয়। উঠান বৈঠকে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বলেন, পৌরসভার শাসক নয়,সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, সারাদেশে যে ভাবে উন্নয়ন হচ্ছে সেভাবেই উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নেই।
এসময় তিনি খাগড়াছড়িতে আধুনিক পৌরসভা গড়তে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের চাহিদা অনুসারে পর্যটনমূখী, জনবান্ধন পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করবেন বলে জানান।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যানে মো. শানে আলম, আওয়ামীলীগ নেতা গোলাম মোহাম্মদ চৌধুরী,হাজী রফিক,চন্দন কুমার দে,নুরুল আজমসহ নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠন অনুষ্ঠিত হয়।