আল-মামুন,খাগড়াছড়ি:: ইউপিডিএফ (প্রসীত) এর সমর্থিত সাজেক ভ্রাতৃঘাতি প্রতিরোধ কমিটি থেকে পদত্যাগ করেছে সভাপতি অতুলাল চাকমাসহ একাধিক সদস্য। বৃহস্পতিবার দুপুুের খাগড়াছড়ি সুইস গেইট প্লেংসা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা।
পদত্যাগকারী সদস্যরা হলেন ,পরিচয় চাকমা, হিরানন্দ চাকমা, সুশীলা চাকমা,খরেন্দ্র চাকমা ও বিশ্বমনি চাকমা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজেক ইউনিয়নের ৫নং ইউপি সদস্য ও সাজেক ভ্রাতৃঘাতি প্রতিরোধ কমিটি এর সদস্য পরিচয় চাকমা।
এসময় লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন , ১২ ডিসেম্বর প্রসীতপন্থী ইউপিডিএফ আমাদেরকে ডেকে পাঠান এবং আমাদের বায়োডাটা সংগ্রহ করে। আমাদের অজ্ঞাতে পরবর্তীতে সাজেক ভ্রাতৃঘাতি প্রতিরোধ কমিটি গঠন করে আমাদের নামগুলো প্রচার করে।
এই ধরণের ষড়যন্ত্র্রমূলক কর্মকান্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তারা সাজেক প্রতিরোধ কমিটি থেকে পদত্যাগ করে। একই সাথে পদত্যাগকারীরা বলেন,‘সাজেক প্রতিরোধ কমিটি সঙ্গে থেকে আমরা জনগণের সাথে প্রতারণা করতে চাই না।