নুরুল আলম:: মুজিব বর্ষের অঙ্গীকার প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার প্রতিপাদ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও সমাজ কল্যান হতে প্রাপ্ত প্রতিবন্ধীদের সহায়ক উপকরন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের হলরুমে বিতরণ করা হয়।
আমাদের গুইমারা প্রতিনিধি জানান, বুধবার দুপুর ১ টায় উপজেলার ৬ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো শাহজাহান, গুইমারা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কৃতি বিজয় চাকমা। হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধীরা।
জানতে চাইলে কালাপানি গ্রামের প্রতিবন্ধী আনোয়ার হোসেন বলেন খুবই ভালো লাগছে হুইল চেয়ার পেয়ে। চলাচলের জন্য আমার দরকার ছিল হুইল চেয়ারের পেলাম উপকৃত হলাম। এছাড়া অন্য প্রতিবন্ধীরাও উপকৃত হয়েছে বলে প্রতিক্রিয়া জানান।