নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারাতে লীন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক অর্থ পরিকল্পনা (২০২০-২০২১) প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রেজা তালুকদার, মৎস কর্মকর্তা সুদৃষ্টি চাকমা,গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারী কর্মকর্তা এবং বিভিন্ন জাতীয় দৈনিক প্রত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় সঞ্চালক ছিলেন লীন প্রকল্পের গুইমারা উপজেলা সমন্বয়ক জয় মোহন চাকমা।