নিজস্ব প্রতিবেদক:: গুইমারা প্রেস ক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর২০২০মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে গুইমারা সরকারি হাইস্কুল প্রাঙ্গণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান গুইমারা প্রেসক্লাব নেতৃবৃন্দরা।
বুধবার (১৬ডিসেম্বর) সকাল ১০টায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম,অর্থ সম্পাদক শাহ আলম রানা,সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদ ফোরকানুল হক সাকিব,নির্বাহী সদস্য জনি ভট্রাচার্য্যসহ অন্যান্ন উপস্থিত ছিলেন।
এতে বক্তারা মহান বিজয় দিবসের কথা তুলে ধরে বলেন, দেশের জন্য প্রাণ দিয়ে শ্রেষ্ঠ সন্তানরা আমাদের জন্য বিজয় ছিনেয়ে আনে। তারই ধারাবাহিকতায় আজকের এই স্বাধীন বাংলাদেশ তাদেরই অবদান।