আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর মাতা মাসু চৌধুরীর আর নেই। ৮৮ বছর বয়সে আজ রবিবার (৬ ডিসেম্বর ২০২০) সকাল ৮টা ৪ মিনিটে তিনি তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ,জেলা পরিষদ,খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন,রেড ক্রিসেন্ট সোসাইটি,গুইমারা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।
এ সময় নেতৃবৃন্দরা নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মাসু চৌধুরীর আত্মার শান্তি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।