শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৫ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক:: পরকিয়া প্রেমের জের ধরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে খাগড়াছড়িতে স্ত্রী রাবেয়া আক্তার(৩৫)সহ ৫জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করে বিচারীক আদালত।

বৃহষ্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় ঘোষনা করেন। আসামী আবুল আসাদ ওরফে মিঠু পলাতক রয়েছে। বাকীরা রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত অপর আসামীরা হলেন রামগড় চৌধুরী পাড়ার মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৪), একই এলাকার মৃত আব্দুল মালেক এর ছেলে মোঃ ফিরোজ(২৮), গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে মোঃ আবুল কালাম(২২) এবং একই এলাকার আবুল হোসেন এর ছেলে মোঃ আবুল আসাদ ওরফে মিঠু(২০)।

জানা গেছে, মূলত পরকিয়ার জেরে রাবেয়া ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারী টাকা দিয়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রবীন্দ্র পাড়ায় স্বামীকে গলাকেটে ও জবাই করে হত্যা করায়। পরে পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে ঘটনার একদিন পর গুইমারা থানায় অজ্ঞাত আসামী দেখিয়ে পুলিশবাদী মামলা হয়।

এরপর পুলিশ তদন্ত শেষে একই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত রাষ্ট্রপক্ষের ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ৪ বছরের মাথায় এই রায় ঘোষনা করেন।

এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট বিধান কানুনগো। তবে রায়ে অসুন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবি মোঃ আরিফ উদ্দিন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!