আল-মামুন,খাগড়াছড়ি::
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বিভিন্ন উপজেলায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
সূত্র জানায়, খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর, মহালছড়ি, দীনিালা,বাঘাইহাট, লংগদু,মারিশ্যা ও লোগাং জোনের ঐকান্ত্রিক প্রচেষ্টায় এই মহতী উদ্যোগের ব্যবস্থা করা হয়।
রিজিয়নের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের মাঝে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন। রিজিয়নের সেনা সদস্যরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ সকল সেবা দিচ্ছে যাচ্ছেন।
পাশাপাশি দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল প্রান্ত্রিক মানুষদের মাঝে খাদ্য সহায়তাও দেওয়া হয়। এতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন ৫ টি আর্মি জোন এবং ২ টি বিজিবি জোন রয়েছে বলে জানা যায়।