নুরুল আলম:: পার্বত্য শান্তি চুক্তি ২৩তম বর্ষপূর্তিতে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মাটিরাঙ্গায়। বুধবার (০২ ডিসেম্বর) উপজেলার মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চক্ষু শিবির ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার মাটিরাঙ্গা জোন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মুর্শেদ খানসহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে অন্তত ৪৫০ জন পাহাড়ি-বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। অসচ্ছল ও গরিব রোগীদের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চোখের ড্রপ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।