শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন জরুরী

আল-মামুন:: খাগড়াছড়ির দীঘিনালায় ‘পার্বত্যচুক্তি’র ২৩ বছর পূতি উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন জরুরী। সরকারের আন্তরিকতায় পাহাড়ে যেমন পার্বত্য চুক্তি হয়েছে তেমনি বাস্তবায়নও সরকারকেই করতে হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।

দীঘিনালা উপজেলার সদরের কল্পরঞ্জন মাঠে ‘ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)’-এর উদ্যোগে বুধবার দুপুরে আয়োজিত জনসভায় এ সব কথা বলে বক্তারা।

তাই সরকার ও বাঙালি জনগণের প্রতি পাহাড়িদের অবিশ্বাস-অসন্তোষ দানা বাঁধছে। দেশের প্রাকৃতিক সম্ভাবনা এবং জাতিগত বৈচিত্র্যময় জনপদের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিদ্যমান রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধা করা উচিত।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য অমর চাকমা’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেএসএস এমএন লারমার শরণার্থী বিষয়ক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা।

এতে বিশেষ অতিথি ছিলেন,জেএসএস এমএন লারমার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা,ফটিকছড়ি উত্তর জেলা মুক্তিযোদ্ধা কামাণ্ডার জনাধর্ন দে, মানবাধিকারকর্মী আব্দুর রহিম, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মবীর চাকমা, কবাখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা,গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সমন্বয়ক জনপ্রিয় চাকমা,শরণার্থী নেতা ও লেখক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমব্রত কার্বারী,গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা মিটন চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা এ সময় উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!