আল-মামুন:: নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বুধবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য সূচনার পর পার্বত্য চুক্তির ২৩ বছর পূর্তির কেক কেটে আলোচনা সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। আলোচনা সভায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়ন সাধিত হয়েছে। পার্বত্য চুক্তি দেশে ও বিশ্বে প্রসংশিত হয়েছে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, রিজিয়নের স্টাফ অফিসার মেজর সালাহ উদ্দীনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী উদ্যোগে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সাথে চুক্তি স্বাক্ষরিত ফলে পাহাড়ে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে। পার্বত্য চুক্তির সুফল পাচ্ছে পাহাড়বাসী।
পাহাড়ি-বাঙালির মাঝে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। উন্নয়ন হয়েছে রাস্তা, ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ পর্যটন খাতে। চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট ধারাগুলোও বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা। সকলকে মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।
এর আগে চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন অতিথিরা। এছাড়া, সন্ধ্যায় আলোকসজ্জার পাশাপাশি সরকারি প্রতিটি দপ্তর থেকে ২৩ টি করে ফানুস বাতি উত্তোলন করা হবে।