মা দুর্গার শান্তির বাণী সকলের মাঝে ধারণ করতে হবে
আল-মামুন,খাগড়াছড়ি:: সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে জেলা সদর থেকে শুরু করে উপজেলায় উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
রবিবার সকাল নবমী দিন ভোর থেকে চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা সদরের পুজামণ্ডপগুলো পরিদর্শন শেষে তিনি মাটিরাঙ্গা,রামগড়,মানিকছড়ি,গুইমারা হয়ে সকল উপজেলায় পুজা মণ্ডপ পরিদর্শন করবেন।
পুজামণ্ডপ পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা পরিষদ কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও চেয়ারম্যানের ব্যাক্তিগত তহবিল থেকে আরো ১০ হাজার টাকাসহ মোট বিশ হাজার টাকা তুলে দেন।
পুজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, মা দুর্গা সকলের মধ্যে শান্তি-সম্প্রীতি ও অহিংসার বাণী নিয়ে এসেছেন। তাই সকলে মিলেমিশে আমরা এদেশের উন্নয়নে কাজ করবো এবং দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
এতে তিনি আরো বলেন, এ জগৎ’তে সকলে একে অপরের ভাই। তাই মিলেমিশে অহিংসার বাণীকে মনে ধারণ করে আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করতে হবে। পুজামণ্ডপ পরিদর্শনকালে স্ব-স্ব উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।