নুরুল আলম :: খাগড়াছড়িতে ১৪৬ পিস অবৈধ ভারতীয় শাড়িসহ জুয়েল চাকমা ও তসলিম উদ্দিন রুবেল নামে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে মাটিরাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশের পরিত্যক্ত একটি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পরিত্যক্ত বিআরডিবি কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এ সময় রুম থেকে ১৪৬ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ি চোরাই পথে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।