নিজস্ব প্রতিবেদক :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে কাজ করতে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা পৌরসভাধীন পলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আজিজুল ইসলাম মাটিরাঙ্গা পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের পলাশপুর গ্রামের মৃত: আবদুল মালেকের ছোট ছেলে। সে হক কোম্পানীতে এসআর হিসেবে কর্মরত ছিল। সে ৬/৭ মাস আগে বিয়ে করেছে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে আরো জানা গেছে, সোমবার দিনভর বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরে বাড়িতে ফিরে নিজেদের ঘরে বিদ্যুতের নষ্ট হয়ে যাওয়া লাইন মেরামত করছিল মো. আজিজুল ইসলাম। এসময় আকস্মিক বিদ্যুৎ আসলে বিদ্যুতের তারের (ক্যাবল) সাথে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরাফাত রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন ভুইয়া বলেন, অসাবধানতার কারনেই বিদ্যুতস্পৃষ্টে মো. আজিজুল ইসলাম নিহত হয়েছে।