নিজস্ব প্রতিবেদক, গুইমারা :: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং আনন্দে মেতে উঠেন নেতাকর্মীরা। জাতীয় শ্রমিকলীগ গুইমারা উপজেলার সভাপতি সুভাষ দত্ত’র সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী রুবেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ পাল, আইয়ুব আলী মেম্বার, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা, হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জেয়ারত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মানিক দে, সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌম প্রমূখ। পরে নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক বিতরণ করে একে অপরের সাথে আনন্দ বিনিময় করেন।