শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

আল-মামুন :: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলীর দূর্গম অঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীকে আটক করেছেন সেনাবাহিনী। আটককৃতরা হলেন, রকি ত্রিপুরা (২০), সাথোআং মারমা (৩০) ও জুয়েল ত্রিপুরা (২৩)। তারা সবাই ইউপিডিএফ (মূল) দলের টোল কালেক্টর।

মঙ্গলবার গভীর রাত ২টা ৩০ মিনিটে সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওয়ালী’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ৩২ হাজার পাঁচশত নগদ টাকা, মানিব্যাগ, ৩টি জাল দলিল, ৮টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ, পার্টির মৌলিক শিক্ষা ও নীতিমালা বই, বিভিন্ন কাগজপত্রসহ তাদের আটক করা হয়।

দূর্গম অঞ্চলটি রামগড় থানার অধীনে হওয়ায় রামগড় থানায় তাদের হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছে সেনাবাহিনী। দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে তাদের রামগড় থানার উদ্দেশ্যে নিয়ে যায় সেনাবাহিনীর একটি দল।

এর আগেও অনেক অভিযান পরিচালিত হয় ক্যাপ্টেন ওয়ালী’র নেতৃত্বে। সম্প্রতি দু’টি বড় অভিযান পরিচালনা করে বেশ কয়েক জনকে অস্ত্র ও টাকাসহ আটক করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!