শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মৃত্যুঝুঁকি নিয়ে রমরমা বাণিজ্য

গ্যাস দেওয়ার সময়

প্রশাসনের অনুমতি ছাড়াই মাটিরাঙ্গায় বিকল্প গ্যাস পাম্প যজ্ঞ

রাশেদ খন্দকার :: নাম তার খায়রুজ্জামান বিটু। করেন অবৈধ ব্যবসা। তার পরও বিন্দু মাত্র ভয় নেই তার। কারণ তিনি প্রভাবশালী। প্রশাসনের অনুমতি ছাড়াই মাটিরাঙ্গার বাইল্যাছড়ি ও মুসলিমপাড়া সংলগ্ন রসুলপুর সড়কের পাশে টিনের ঘেরা দিয়ে গড়ে তুলেছেন অবৈধ ঝুঁকিপূর্ণ বিকল্প গ্যাস পাম্প।

করো অনুমতি না নিলেও আইনের প্রতি তোয়াক্কা করেন না খায়রুজ্জামান বিটু। প্রশাসনের অনুমতি ছাড়াই বিগত ২ বছরের বেশি সময় ধরে চালিয়ে যাচ্ছেন এ অবৈধ ব্যবসা। ব্যবসার স্থান পাল্টালেও তিনি পাল্টাননি আইনের প্রতি শ্রদ্ধার স্থানটি।

গ্যাস লোড দেওয়ার প্রস্তুতি

মাটিরাঙ্গার “চট্টগ্রাম-খাগড়াছড়ি” সড়কের বাইল্যাছড়ি ও রসুলপুর সড়কেই চলছে অবৈধ এই বিকল্প এলপি গ্যাস পাম্প নামের বিকল্প কর্মযজ্ঞ। দীর্ঘ দুই বছরের ও অধিক সময় ধরে এই অবৈধ কর্মযজ্ঞ চললেও তার বিরুদ্ধে কোন ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় তার ক্ষমতার দম্ভও বেড়েছে বেশ।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতিকালে গ্যাস সিলিণ্ডার বিষ্ফোরণে খাগড়াছড়িসহ সারা দেশে যেখানে ব্যাপক প্রাণহানি ঘটছে সেখানে এ ধরনের কর্মকাণ্ড মৃত্যু নিয়ে খেলা করা ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি সিলিণ্ডার থেকে বিকল্প পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সিএনজিতে কেজি প্রতি ১’শ ৫ টাকায় গ্যাস দেওয়াটা কত টুকু নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এ বিষয়ে গ্যাস পাম্পের বিকল্প সর্বরাহকারী প্রতিষ্ঠানের মালিক খায়রুজ্জামান বিটু বলেন, বিগত দুই বছরের বেশি সময় ধরে আমি গ্যাসের ব্যবসা করছি। প্রশাসনসহ সবাইকে ম্যানেজ করেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে তিনি হুংকার দিয়ে উঠেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, বাইল্যাছড়িতে অবৈধভাবে এলপি গ্যাস সরবরাহ করে থাকলে, খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!