শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মানিকছড়িতে ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

আল-মামুন :: স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারনেশনাল কো-অপারেশন (জাইকা) এর অর্থায়নে জেলা, উপজেলায় উন্নয়নমূলক কাজসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকছড়িতে অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণের অংশ হিসেবে আটটি স্কুল ও মাদরাসায় ১ শত ৪২ জোড়া (লো ও হাই বেঞ্চ) আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা  প্রকৌশলী (এলজিইডি) আবদুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সাথোয়াইঅং মারমা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান। ছাত্র-ছাত্রীদের জন্য আসবাবপত্র সরবরাহ করে পড়ালেখার মান উন্নয়নে সরকার ও বিভিন্ন সংস্থার মাধ্যমে সাহায্য-সহযোগীতা করে পড়ালেখার মান বৃদ্ধি করার কাজ করে যাচ্ছে সরকার।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!