নুরুল আলম :: খাগড়াছড়ি জেলার রামগড়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখা ও অভ্যন্তরিন ইউনিটের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয।
সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উপজেলা শাখার সভাপতি ও জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান আকাশ, জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ আফসার হোসেন, পৌর শাখার সভাপতি শাহরিয়ার আরমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবেন্দ্র ত্রিপুরা, ফাহাদ, রিয়াদ, তারেক, নাজমুল, জাবেদ প্রমূখ।