আল-মামুন:: প্রধানমন্ত্রীর জন্মদিনে খাগড়াছড়িতে ৬টি এতিমখানায় উন্নত মানের খাদ্য বিতরণ করা হয়েছে। শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নির্দেশনায় এসব খাবার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী।
সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসব খাবার এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের হাতে এসব খাবার তুলে দেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,আওয়ামীলীগ নেতা ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিকো চাকমা প্রমূখ।