নুরুল আলম :: খাগড়াছড়ির পর্যটন উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মানিকছড়ির ডিসি পার্ক, আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র ও বেশ কিছু পর্যটন স্পট নিয়ে আলোচনা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সিংয়ে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
এ সময় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সংযুক্ত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।