নিজস্ব প্রতিবেদক :: বাঘাইছড়িতে দুপক্ষের গোলাগুলিতে থমথমে অবস্থা বিরাজ করছে। ১২ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকার সময় উপজেলা সদরের তালুকদার পাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জেনেছি পাহাড়ের আঞ্চলিক দুই দল জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন) লারমা দলের ক্যাডারগণ একে অন্যকে লক্ষ করে ব্রাশ ফায়ার করে। এতে উভয় পক্ষের কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও গোলাগুলির শব্দে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের প্রতিনিধি বলেন, পাহাড়ের আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে সংবাদ পেয়েছি, ঘটনাস্থলের উদ্দেশ্যে বিজিবির দুইটি টহল দল রওনা হয়েছে। আমরা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। এলাকা এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে গোলাগুলির বিষয়ে আঞ্চলিক দুই দলের কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।