শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :: ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির বাঘাইছড়ির পাকুয়াখালীতে ৩৫ বাঙ্গালী কাঠুরিয়াকে হত্যার ২৪ বছর উপলক্ষে রাঙামাটির লংগদুতে শোক র‌্যালি, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে সংগঠিত হত্যাকাণ্ডের নির্দেশ দাতা হিসেবে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও সাবেক শান্তিবাহিনীর নেতা সন্তু লারমাসহ সকল খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানানো হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় লংগদু উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে শোক র‌্যালি বের করা হয়। লংগদু বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিহতদের সমাধিস্থলে দোয়ার আয়োজন করা হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত শোক সভা থেকে ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর সংগঠিত হত্যাকাণ্ডের নির্দেশ দাতা সন্তু লারমাসহ সকল খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

শোক সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ, সিনিয়র সহ-সভাপতি এস এম মাসুম রানা ও সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে নিহত ৩৫ কাঠুরিয়ার স্বজনদের নগদ অর্থ প্রদান করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!