আল-মামুন,খাগড়াছড়ি:: বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির খাগড়াছড়ি প্রতিনিধি সাংবাদিক শাহরিয়ার ইউনুছ’র পিতার মৃত্যুতে শোক করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে নিহতের পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। হাজী মো: আবুল কালাম আজ বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে মুসলিমপাড়াস্থ নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলে ও ৫ কণ্যা সন্তানের জনক।
এছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত তিনি একাধারে ২ বছর মুসলিমপাড়া মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি খাগড়াছড়ি রাজমিস্ত্রী সমবায় সমিতির ২ বার সভাপতি ছিলেন। বাদ আছর মরহুমের নামাজে যানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন করা হবে।
সাংবাদিক শাহরিয়ার ইউনুছ’র পিতার মৃত্যুতে পেশাজীবি সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,বিশিষ্টজনসহ নানা শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছে।