নিজস্ব প্রতিবেদক:: গুইমারায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্ম-পরিকল্পনা (২০২০-২১) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও তুষার আহাম্মদ।
এতে গুইমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো: জাহাঙ্গীর আলম,গুইমারা কলেজ অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন,গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়েট নিউট্রিশন লীন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জয় মোহন চাকমা,উপজেলা ফ্যাসিলিটেটর(মাকেট) অজিত মারমা,সুচন কান্তি চাকমা,উপজেলা ফ্যাসিলিটেটর(নিউট্রিশন) লিপিকা চাকমা প্রমূখ বক্তব্য রাখেন।
এতে বক্তারা গুইমারায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্ম-পরিকল্পনা (২০২০-২১) প্রণয়ন কর্মশালায় পুষ্টি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিধান্ত গ্রহণ করেন।