নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলাধীন বুদংপাড়া এলাকায় খাগড়াছড়ি-পানছড়ি থেকে ফেরার পথে রেজাউল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, পানছড়ি থেকে বড়পিলাকের উদ্দেশ্যে ফেরার পথে মোটরসাইকেলটি বুদংপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা পন্যবাহী ট্টাক ধাক্কা দিলে রেজাউল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারায়।
এ সময় মোটরসাইকেলে থাকা আরো দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের তিন জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজাউলকে মৃত ঘোষনা করে।
সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে জানায় স্থানীয়রা। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান।