শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে শেষ হলো করোনা বিষয়ক সাংবাদিকদের অনলাইন প্রশিক্ষণ


নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে শেষ হয়েছে “সাংবাদিকদের জন্য করোনা (কোভিড-১৯) বিষয়ক” অনলাইন প্রশিক্ষণ কোর্স। সোমবার (১৩ জুলাই ২০২০) সকাল থেকে বিকেল পর্যন্ত এ জেলার ২৫ জন কর্মরত সাংবাদিকের অংশগ্রহণের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ কোর্সটি শেষ হয়।

এতে কনোরার (কোভিড-১৯) গুরুত্বপূর্ণসহ মহামারি মোকাবেলায় দায়িত্ব পালন ও সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে ধারণা দেওয়া হয়। এছাড়াও করোনা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারেও সাংবাদিকরা যাতে বিশেষ ভূমিকা রাখতে পারেন সে ব্যাপারেও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়।

এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সহযোগিতায় ব্রেকথ্রু অ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে তৈরী করা হয়েছে।

এই প্রশিক্ষন কোর্সে সামগ্রিক সমন্বয় পাবলিক হেলথ এন্ড ইনফরম্যাটিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ খালেকুজ্জামান, এসবিসিসি এডভাইজার, জন্স হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ডা. ফয়সাল মাহমুদ, একই প্রতিষ্ঠানের আউটরীচ ম্যানেজার এ. এফ. এম. ইকবাল ও প্রজেক্ট ম্যানেজার শরীফ হোসেন সাইমুম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর মহাসচিব খায়রুজ্জামান কামাল ছিলেন। এছাড়াও সার্বিকভাবে সরাসরি কোর্সটি পরিচালনা করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর কমিউনিকেশন কর্মকর্তা সৈয়দ সফি এবং শাপলা রহমান।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জুলাই-সেপ্টেম্বর,২০২০ মাস পর্যন্ত ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই ৮ বিভাগের ২০ জেলায় ৫০০ জন সাংবাদিককে প্রশিক্ষনের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করছে। এর আগে চট্রগ্রাম ও কক্সবাজারে দুইটি কোর্স সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে ৫০০ জন সাংবাদিককে এই প্রশিক্ষন দেয়া হলেও পরবর্তীতে আরো সাংবাদিকদের এই প্রশিক্ষন দেওয়া হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!