আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরা দেখতে গিয়ে আজাদ হোসেন নামের ৭ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি আনন্দ অফিস সংলগ্ন গোলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ গঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে। সে দক্ষিণ ঐ এলাকার নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নদীতে মাছ ধরা দেখতে গিয়ে সবার অগচরে পানি পড়ে যায় আজাদ হোসেন নামের ঐ শিশু। এক পর্যায়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে উদ্ধার কর্মীদের সহায়তায় বিকেল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ। তিনি জানান, মাছ ধরা দেখতে গিয়ে অন্য বাচ্চাদের সাথে শিশুটি পানিতে পড়ে যায়। তার লাশ উদ্ধার কর্মীরা উদ্ধার করেছে বলে তিনি জানান।