শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

দীঘিনালায় করোনার উপসর্গ নিয়ে আনসার সদস্যর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এবার করোনার উপসর্গ নিয়ে এক আনসার সদস্য মৃত্যু হয়েছে। সোমবার সকালে আনসার সদস্য আবদুস সাত্তার (৫৫) তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তাৎক্ষনিক তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আবদুস সাত্তার দীঘিনালার ২৩ আনসার এর জামতলী ব্যাটালিয়নের নায়েক পদে কর্মরত ছিলেন। সে বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চতুরাডঙ্গী এলাকায় এবং সে ১ পুত্র ও ২ কন্যা সস্তানের জনক বলে জানা যায়।

জানা যায়, আবদুস সাত্তারের আগে হতেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। গত ১ সপ্তাহ আগে সে ১৫ দিনের ছুটি কাটিয়ে ব্যাটালিয়ন সদরে যোগদান করে কোয়ারেন্টাইনে ছিলেন।

পরে ১৭ জুন তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। তবে এখানো করোনা পরীক্ষার রিপোর্ট আসেনি। এদিকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: তনয় তালুকদার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আনসার সদস্যর মৃত্যুর বিষয়টি স্বীকার করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!