শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা আনসার সদস্যের মৃত্যু

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হওয়া এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণজীবন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জ¦র,সর্দি ও কাশি নিয়ে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এই আনসার সদস্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আসলে তাকে করোনা রোগী সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শনিবার (১৩ জুন) সকালে তার মৃত্যু হয়। মৃত আনসার সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলেই তিনি করোনায় আক্রান্ত কিনা তা জানা যাবে বলে তিনি জানান।

এদিকে-খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার রামগড়ে ৭ পুলিশ সদস্যসহ ৮ জন, মানিকছড়িতে এক ডাক্তার, তিন পুলিশ সদস্য ও এক ব্যাংক কর্মকর্তাসহ ৭ জন, খাগড়াছড়ি সদরে এক নার্স ও দুই পুলিশ সদস্যসহ চারজন,দীঘিনালায় তিন পুলিশ সদস্য ও মাটিরাঙায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি মোট করোনায় আক্রান্তেরর সংখ্যা ৭৮ জনে দাঁড়িয়েছে। তবে তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮জন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!